অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বীরভূম জেলা সভাপতি তথা গোরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লির বিশেষ আদালতে হাজির করানো হতে পারে।
এই মুহূর্তে অনুব্রত মণ্ডল আসানসোলের সংশোধনাগারে রয়েছেন। কিন্তু ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাতে চান। আসানসোল সংশোধনাগার সূত্রে খবর, আগামীকাল সকাল ৬ টা নাগাদ তাঁকে দিল্লি যাত্রার জন্য আসানসোল সংশোধনাগার থেকে বার করে আনা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এরপর সংশোধনাগার কর্তৃপক্ষের সাথে কলকাতায় রওনা দেবেন। প্রথমে অনুব্রত মণ্ডলকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার করার পর ইডি আধিকারিকরা দিল্লিতে নিয়ে যাবেন।
Sponsored Ads
Display Your Ads Here