মিনাক্ষী দাসঃ বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে, রুপোর সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের সম্পর্ক থাকায় রুপোর আংটি সর্বদা কড়ে আঙুলে পরতে হবে।
১) রুপো চন্দ্রের প্রতীক। তাই আবেগ এবং আধ্যাত্মিক শক্তিকে নিয়ন্ত্রণ করে মানসিক বিকাশ ও বিচারশক্তি বাড়াতে সাহায্য করে।
২) সাধারণ রুপোর আংটি কোনো রত্ন সহযোগে পরলে নেগেটিভ এনার্জি থেকে দূরে রেখে পজেটিভ এনার্জি সরবরাহ করে। আর আমাদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরী করে।
৩) রুপোর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। এছাড়া চন্দ্রের সাথে যোগ থাকার জন্য ঠান্ডা, সর্দি, বাতের ব্যথা এবং অস্তিসন্ধির ব্যথা থেকে রক্ষা করে।
৪) রুপো মন শান্ত রাখতে পারে। মনকে স্ট্রেস থেকে মুক্ত রাখে। চারপাশের পরিস্থিতির সাথে মানিয়ে চলতে সাহায্য করে। ফলে দাম্পত্য জীবনে এটি ভালো কাজ দেয়। আর মনোযোগ বৃদ্ধি ও বৈদ্ধিক বিকাশে সাহায্য করায় পড়ুয়াদের জন্যও কার্যকর ভূমিকা নেয়।
৫) রুপোর একটি আশ্চর্য ক্ষমতা এটি অন্যান্য রত্নের সাথে ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাছাড়া রুবির সাথে সূর্যের যোগ থাকায় পরলে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এই রুবিকে রুপোর আংটি সাথে পড়লে প্যাশন এবং উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করে। এমনকি হার্টের সমস্যা আটকাতেও সাহায্য করে।