অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মঙ্গলবার থেকে গতকাল সকালবেলা অবধি জোকা মেট্রো সংলগ্ন এক আবাসন চত্বরে দফায় দফায় মোট চারটি কুকুর ছানার দেহ উদ্ধার হয়েছে। আর একটি নিখোঁজ। এই ঘটনায় কুকুরদের বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে।
ওই আবাসনের ভিতরে থাকা পথকুকুরদের খাওয়ানো নিয়ে আগে থেকেই বিবাদ ছিল। ওই পথকুকুরদের দেখাশোনা করায় কয়েকজনকে আবাসিকদের একাংশের রোষানলে পড়তে হয়েছিল। আর কুকুরদের খাওয়ানো বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর এর কয়েক দিনের মধ্যেই এই বিপত্তি। আবাসিকদের একাংশের অভিযোগ, মঙ্গলবার দুপুরবেলা আবাসনের ১২ নম্বর টাওয়ার সংলগ্ন এলাকায় প্রথমে দু’টি কুকুরছানার দেহ উদ্ধার হয়। তাদের মুখ থেকে গ্যাঁজলা বেরোনোয় আবাসিকদের ধারণা ছিল যে, তারা কোনো রোগে ভুগে তারা মারা গিয়েছে তাই আবাসনের নিরাপত্তারক্ষীরা মাটিতে পুঁতে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পরে পচা গন্ধের জেরে খোঁজাখুঁজি শুরু হলে বুধবার বিকেলবেলা ও বৃহস্পতিবার পর পর আরো দু’টি কুকুরছানার দেহ উদ্ধার হতেই সন্দেহ বাড়ে। আর প্রত্যেকের মৃত্যুর ধরণটাও এক। তবে একটি কুকুরছানাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবাসিকদের একাংশ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে আবাসিকদের সঙ্গে কথা বলেন। এছাড়া একটি মৃত কুকুরছানার দেহ উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়।