নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনের মতোই এবারও শাসকদল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নাগাল্যান্ডেও গত বিধানসভা ভোটের পর বিজেপি ও স্থানীয় দল এনডিপিপি জোট সরকার গড়েছিল। এবারও দুই দল একত্রে জোট গঠন করেছে। আর মেঘালয়েও গত কয়েকটি বিধানসভা নির্বাচনের ধারা অব্যাহত রেখে এবছর আবার ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরী হয়েছে।
প্রত্যাশামতোই ত্রিপুরায় বিজেপি এবং আইপিএফটির জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের মোট প্রাপ্ত আসনের সংখ্যা ৩৩। যেখানে সরকার গড়তে ৩১ টি আসন দখলের দরকার ছিল। কিন্তু গত বার বিজেপি ত্রিপুরার ৬০ টি আসনের মধ্যে ৪৪ টিতে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। বাকি ১৬ টি প্রাক্তন শাসক বামফ্রন্ট পেয়েছিল। আর এবারের নির্বাচনে বামফ্রন্টের ভোট আরো কমেছে।
প্রথম বার রাজার দল তিপ্রা মাথা বিধানসভা নির্বাচনে লড়ে ১৩ টি বিধানসভা আসন জয় করে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে। রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মণের দল মূলত উপজাতি এলাকার সবক’টি আসনই জিতেছে। তবে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপির জয়ী প্রার্থী মানিক সাহা জানান, ‘‘আমরা আরো আসন পাব ভেবেছিলাম। কিন্তু কোনো কারণে সেটা হয়নি। কারণ জানতে দিন কয়েকের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসা হবে।
অন্যদিকে গত দু’টি বিধানসভা ভোটে প্রার্থী দিয়ে আসা তৃণমূল ২০২১ সালের নভেম্বর থেকে ত্রিপুরায় মনোনিবেশ করলেও গোটা রাজ্যে ১ শতাংশেরও কম ভোট পেয়েছে।