নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদায় ভুট্টা ক্ষেত থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, মেয়েকে গণধর্ষণের পরে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় একটি হাই মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রী। মঙ্গলবার রাতেরবেলা বাড়ির কাছেই মনসা পালাগান শুনতে গিয়েছিল। কিন্তু রাতেরবেলা আর বাড়ি ফেরেনি। ফলে পরিবারের তরফে খোঁজখবর শুরু করলে পরদিন গ্রামের একটি ভুট্টা খেতে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ উঠছে যে, গভীর রাতেরবেলা পালাগান শুনে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। আর প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুনও করা হয়। পুলিশ এই ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের পাশাপাশি, গ্রামবাসীরা অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী তুলেছেন। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “ছাত্রীটির মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখে সন্দেহজনক কয়েক জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পরেই ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে।”
Sponsored Ads
Display Your Ads Here