নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল পাঞ্জাবী বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্সের ১ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম নভজোৎ সিংহ। বয়স ২০ বছর। নভজোৎ ষষ্ঠ সেমেস্টারে পড়ছিল। বাড়ি পাঞ্জাবের কপূরথালা জেলার সঙ্গৎপুর গ্রামে।
অভিযোগ ওঠে যে, ওই ছাত্রের সঙ্গে বহিরাগত কিছু যুবক এসে কলেজ চত্বরে বচসায় জড়িয়ে পড়ে। এরপর ওই বহিরাগতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নভজোৎকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
কিন্তু শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ফলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন। যা দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। আপাতত পাঞ্জাব পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন।
পাশাপাশি নভজোৎ এর সাথে বচসা কি নিয়ে হচ্ছিল আর বহিরাগতদের সাথে কোনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।