নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল কুয়ো থেকে উদ্ধার করা হল মেটেলি ব্লকের ইনডং হাট গ্রাম পঞ্চায়েত সদস্যের মৃতদেহ। তিনি তিন দিন থেকে নিখোঁজ ছিলেন। মৃত নাগেশ্বরী চা বাগানের গোপাল লাইনের বাসিন্দা জগৎ পাল বরাইক। বয়স ৪৭ বছর৷
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার জগৎবাবু ওই বাগানের রোটিখানা লাইনে একটি বিয়েবাড়িতে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর স্ত্রী সঙ্গীতা চিক বরাইক মেটেলি থানাতে নিখোঁজ ডায়েরী দায়ের করলে পুলিশ নাগেশ্বরী চা বাগানের বিয়েবাড়ি সংলগ্ন এলাকায় তল্লাশি করার সময় পরিত্যক্ত ও ভগ্নপ্রায় একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মেটেলিতে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া এবং মালবাজারের এসডিপিও রবিন থাপা তদন্তে যান। এছাড়া স্নিফার ডগও নিয়ে আসা হয়। আর এই ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেফতার করে অপহরণ ও খুন সহ তথ্য লোপাটের মতো ধারায় মামলা রুজু করেছেন। ধৃতদের মধ্যে এক জন সুভাষ চিক বড়াইক মেটেলি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য।
Sponsored Ads
Display Your Ads Here
মেটেলি ব্লক তৃণমূল সভাপতি তথা প্রাক্তন বিধায়ক জোশেফ মুন্ডা জানান, ‘‘এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে রেওয়াত করার প্রশ্ন নেই।’’ জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কিন্তু দলের কেউ জড়িত থাকলেও আইন নিজের পথে চলবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই একমাত্র কারণ হিসেবে দায়ী করেছেন।