নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ কোতোয়ালি থানার অন্তর্গত পাঁচখুরি এলাকায় মাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মারুতি গাড়ি উল্টে আহত হয়েছে ৯ জন ছাত্রী।
জানা গেছে, আজ মাদ্রাসা পরীক্ষার্থীদের দশম শ্রেণীর প্রথম ভাষার পরীক্ষা ছিল। কেশপুরের দোগেছিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলের কয়েকজন পরীক্ষার্থী কেশপুর থেকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিয়ে মারুতি করে বাড়ি ফেরার পথে মারুতি চালক একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মারুতিটি উল্টে নয় জন পরীক্ষার্থী আহত হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক সহ আহতদের পরিবারের লোকজনও খবর পেয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় পর্যবেক্ষণে রাখা রয়েছে। আর ছয় জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসাধীন বাকি এক জনকেও দ্রুত ছেড়ে দেওয়া হবে।