চয়ন রায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পরিবারের বিদেশ ভ্রমণের তথ্য ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের) হাতে এসেছে।
ইডি সূত্রের খবর অনুযায়ী, ২০১২ সালের পর থেকে মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যেরা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তাঁর পুত্র শৌভিক ভট্টাচার্য চীন, ইংল্যান্ড, জামার্নি, আমেরিকা, মলদ্বীপ, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সুইৎজারল্যান্ড সহ ইউরোপের একাধিক দেশে গিয়েছেন। কখনো একা বিদেশে গিয়েছেন আবার কখনো সপরিবারে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বিদেশ ভ্রমণে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে বেশীরভাগ নগদ টাকা খরচ করা হয়েছে। কিন্তু ইডির কাছে এই সব ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট নয়। ইডি মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের বিদেশযাত্রা, বিদেশে গিয়ে জমিজমার পরিমাণ ও বিদেশে গিয়ে কোথায় কোথায় থেকেছেন, সে বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠিও দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইডি মানিক ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করার পর যে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল, তাতে শতরূপা দেবী এবং শৌভিকের নাম রয়েছে। আজ তাঁরা আদালতে হাজিরা দেন। জামিনের আবেদনও করেন। ইডির তরফে এই জামিনের বিরোধীতা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইডির দাবী, “শতরুপা দেবীর মৃত ব্যক্তির সাথে যে জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে তাতে দুর্নীতির টাকা থাকতে পারে। আর মৃত ব্যক্তি মানিক ভট্টাচার্যের কাজ সর্ম্পকে সব তথ্য জানতেন। ফলে দুর্নীতিতে তাঁরও ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি শৌভিকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ দিন শৌভিক পড়াশোনার সূত্রে ইংল্যান্ডে ছিলেন। রেসিডেন্স ভিসায় ইংল্যান্ডে গিয়েছিলেন। সুতরাং সম্পত্তি সংক্রান্ত বিষয়েই এই ভ্রমণ বলে অনুমান করা হচ্ছে। তবে পরিবারের তরফ থেকে ইংল্যান্ডের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন করা হচ্ছে।