নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ গতকাল ছত্রিশগঢ়ের রাজধানী রাইপুরের ব্রিজনগরে বৌভাতের অনুষ্ঠানের দিনই ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে নবদম্পতির ছুরিবিদ্ধ দেহ।
সূত্রের খবর অনুযায়ী, রবিবার আসলাম ও কাহকাশা বানোর বিয়ে হয়। আর গতকাল বৌভাতের অনুষ্ঠান ছিল। কিন্তু বৌভাতের অনুষ্ঠান শুরুর আগে আসলাম এবং কাহকাশা সাজগোজের জন্য ঘরে ঢুকেছিলেন। হঠাৎই আসলামের মা কাহকাশার চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ নেই।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর আত্মীয়-স্বজনদের ডেকে জানলা দিয়ে উঁকি মারতেই দেখা যায়, নবদম্পতি রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে মেঝেতে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার পর বাড়িতে হুলস্থুল পড়ে যায়। তারপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে এমন কাণ্ড ঘটলো কেন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছেন, আসলাম ও কাহকাশার মধ্যে অশান্তির পরই আসলাম কাহকাশাকে খুন করে আত্মঘাতী হয়েছেন।