অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল এন্টালি থানার রাধানাথ চৌধুরী রোডে বহুতলের ১১ তলা থেকে এক কিশোরের পড়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ওই আবাসন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি প্রথম নিরাপত্তারক্ষীদের নজরে আসে।
এরপর দ্রুত আবাসিক ও পুলিশের কাছে খবর দিলে পুলিশ আবাসনে এসে রক্তাক্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে খবর, মৃত ১৫ বছর বয়সী কিশোর আর এন সি রোডের বাসিন্দা। বাড়িতে মা-বাবা ছাড়াও ছয় ভাই ও এক বোন আছে। ওই কিশোর এক জন বন্ধুর সঙ্গে আবাসনে দেখা করতে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সে সোজা উপরে উঠে যাওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here
তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, ওই আবাসনের ব্লক দুইয়ের ১১তলার লিফটের সামনে একটি বড় ফাঁকা অংশ থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। কিন্তু ওই কিশোর ঝাঁপ দিয়েছে না কি অসাবধানতাবশত পড়ে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তারক্ষী সহ আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।