Indian Prime Time
True News only ....

কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতিকে গ্রেফতারের জেরে থানা ঘেরাও করলেন বাম-কংগ্রেস কর্মীরা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকেরা থানা ঘেরাও করলেন।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ‘‘আচমকা পুলিশ মুর্শিদাবাদের সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে আটক করে। কিন্তু কোনো অভিযোগ না জানিয়ে গ্রেফতারির কারণে আজ বাম-কংগ্রেস কর্মীরা থানা ঘেরাও করে রেখেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‘উপনির্বাচনের আগে বাম-কংগ্রেস কর্মীদের ভয় দেখাতেই শাসকদলের নির্দেশে পুলিশ এই পদক্ষেপ করেছেন।’’ বাইরন এই প্রসঙ্গে জানান, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে এখন বাম-কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা। তাই নোংরা চক্রান্ত করে পুলিশ দিয়ে ভোটে জিততে চাইছে। কিন্তু তা হতে দেব না।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘটনাস্থলে এসে বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তাই পুলিশকে ব্যবহার করে নোংরা রাজনীতি করছে। আর আমি কোনো সমঝোতা করতে আসিনি। প্রতিবাদ করতে এসেছি।’’

তবে তৃণমূলের সাংসদ খলিলুর রহমান গোটা বিষয় অস্বীকার করে বলেছেন, ‘‘পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব। সেই কাজ করতে গিয়ে তারা কি করবে আমরা ওই বিষয়ে কোনো রকম খবরদারি করতে চাই না।’’

কংগ্রেস নেতার গ্রেফতারীর নিন্দা করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানালেন, ‘‘গতকাল সহিদুল সাগরদিঘিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা পরিচালনা করেছিলেন। তৃণমূল সেই ক্ষোভে পুলিশকে দিয়ে ওঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored