নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর চুঁচুড়ায় সাত মাসের অন্তসত্ত্বা গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম রিম্পা কর্মকার। বয়স ২৪ বছর। এরপর মৃতদেহ উদ্ধারের পর ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশ মাস আগে রিম্পার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলার রঞ্জিত সাহার সাথে বিয়ে হয়েছিল। কিন্তু গৃহবধূর পরিবারের দাবী, ‘‘প্রায়শই রিম্পাকে শ্বশুরবাড়িতে অত্যাচার করা হত। গতকাল খবর আসে, রিম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
মৃতার মা মণিকা কর্মকার জানান, ‘‘বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে কোনো পণ না নিলেও মনে মনে পণ চেয়েছিল। ওই জন্য রিম্পার উপর অত্যাচার করত। আমিও রিম্পাকে মানিয়ে চলতে বলতাম। কিন্তু মেয়েকে বাঁচতে দিল না। এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে গিয়েছে।’’
এদিকে রিম্পার স্বামী রঞ্জিতের জানায়, ‘‘খুন নয়, রিম্পা আত্মহত্যা করেছে।’’ তবে মৃতার পরিবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। চন্দনগর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।