নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদা থানার চর কাদিপুর এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হয়েছে পেশায় গাড়ি চালক বিকি জমাদার নামে ১ জন যুবকের। বয়স ২৭ বছর। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারের হাসপাতালপাড়া এলাকায়। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।
অভিযোগ উঠেছে, বিকির দেহ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এমনকি হোম কর্তৃপক্ষ ওই ঘটনার কথা স্থানীয় পুলিশকে জানাননি। এদিন দুপুরবেলা ওই হোমের তিন জন কর্মী তার মৃতদেহ একটি ছোটো গাড়ির পিছনের আসনে বসিয়ে রায়গঞ্জ মেডিকেলের মর্গের সামনে নিয়ে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা গেছে, “অতি সম্প্রতি হোমের কর্মীরা জানায়, বিকি অসুস্থ। আর এদিন জানায় বিকি ভাই মারা গিয়েছে। তাই পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।” রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিন জন কর্মীকে দীর্ঘক্ষণ জেরা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মৃতদেহটি মেডিকেলের জরুরী বিভাগে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হোম কর্তৃপক্ষ বিকির মৃত্যুর কথা পুলিশকে জানালেন না কেন? আর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন? ইতিমধ্যে এই সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে খুন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওই হোমের পরিচালন সদস্য শ্যামল দাস ও বাপ্পা ঘোষ জানান, “বিকির অস্বাভাবিক মৃত্যু মনে করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়।”