নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হয়েছে ৪৯ বছর বয়সী অভীক মিত্র নামে কলকাতা পুলিশের ১ কনস্টেবলের। বাড়ি নদীয়ার শান্তিপুরের দুই নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগার পাড়ায়।
পরিবার সূত্রে খবর, স্ত্রী মৌমিতা মিত্র ঘুম থেকে উঠে দেখেন, অভীকবাবু ঘরে অচেতন অবস্থায় পড়ে আছেন। মৌমিতা দেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রানাঘাট হাসপাতালে নিয়ে যান। এরপর শান্তিপুর থানাতেও খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
স্ত্রীর প্রাথমিক অনুমান, সকালবেলা অভীকবাবু ঘুম থেকে উঠে পুলিশের পোশাক ইস্ত্রি করতেন। তাই মনে করা হচ্ছে, ইস্ত্রি করার সময় অভিকবাবুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া হাতে-পায়ে তার জড়ানো ছিল। শরীরে বেশ কয়েকটা জায়গায় পোড়া চিহ্নও ছিল। অতএব ইলেকট্রিক শক লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, ২০০২ সালে অভীকবাবু কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। ১৪ বছর বয়সের দুই যমজ ছেলে রয়েছে। খুব মিশুকে ও শৌখিন মানুষ ছিলেন। রান্না এবং গানবাজনা করতে পছন্দ করতেন। কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে গোটা পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here