নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার রতুয়ার সম্বলপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ চাঁদা নিয়ে মিষ্টির প্যাকেট না দেওয়ায় ছাত্র ও শিক্ষকদের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মিষ্টির প্যাকেটের ব্যবস্থা করেন। কিন্তু বাকি ছাত্রদের কাছ থেকে ৬০ টাকা করে চাঁদা নেওয়ার পরেও মিষ্টির প্যাকেটের ব্যবস্থা না করায় ছাত্ররা শিক্ষকদের সাথে বিবাদ শুরু করে। আর পরে পড়ুয়াদের একাংশ লাঠি ও বাঁশ নিয়ে শিক্ষকদের তাড়া করে বলে অভিযোগও উঠেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আহসানুল হক জানান, ‘‘মাধ্যমিক পরীক্ষার্থীদের উপহার এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল। তবে বাকি সকলেই মিষ্টি চাইছিল। সেটা নিয়ে শান্তিপূর্ণ আলোচনা হয়। কিন্তু বিদ্যালয়ের বাইরে কিছু হলে জানা নেই। কারণ পড়ুয়াদের পাশাপাশি বাইরের লোকও জড়ো হয়েছিল।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহম্মদ নজরুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি সামাজিক দিক থেকে খারাপ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মিষ্টির প্যাকেট বরাবর দেওয়া হয়। তবে বাকিরাও দাবী করে। এদিকে বিদ্যালয়ে মোট ২ হাজার ২০০ জন পড়ুয়া। সকলকে মিষ্টি দিতে গেলে লক্ষাধিক টাকার প্রয়োজন। আমরা অত টাকা পাব কিভাবে? ফেয়ারওয়েলের জন্য তো টাকা নেওয়া হয় না।’’
জেলার বিদ্যালয় পরিদর্শক (ডিআই) সুজিত সামন্ত এই ঘটনার কথা শুনে বলেছেন, ‘‘এই ঘটনার খবর পেয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অতএব বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে।’’