নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তর নদীয়ার করিমপুরে অভিযান চালিয়ে বহরমপুর-কৃষ্ণনগর রুটের একটি যাত্রীবাহী বাস থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করল। যার মোট ওজন ৯৩৩ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা।
শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, শুল্ক দপ্তরের আধিকারিকরা তেহট্ট বাসস্ট্যান্ড পেরিয়ে মালিয়াপোতার কাছে একটি ফাঁকা জায়গায় বাসটি ঘিরে ফেলে যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু হয়। ওই সময় বাসে একটি ব্যাগ পাওয়া যায়। যার মালিক কেউ ছিল না। ওই ব্যাগ থেকেই আড়টি সোনার বিস্কুট কাগজে মোড়া অবস্থায় পাওয়া যায়।
ইতিমধ্যে এই সোনা পাচারের সাথে কারা যুক্ত আর এই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরে বেশ কয়েক বার সীমান্তরক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়া ও মুর্শিদাবাদ থেকে পাচারের আগে সোনার বিস্কুট উদ্ধার করেছে।