চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার গার্ডেনরিচ মোড়ে গাড়ি সারাইয়ের গ্যারেজে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে আশেপাশের জায়গা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এই ঘটনায় তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ ওই গ্যারেজে আটকে নেই বা কোনো হতাহতের খবর নেই।
প্রসঙ্গত, গতকালও কামারহাটির প্রবর্তক জুটমিলেও ভয়াবহ আগুন লাগে। ফলে এলাকাবাসীরা প্রথমে পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর পাশাপাশি দমকল বিভাগকে খবর দেন। দমকল বাহিনী অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।