Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল রাতেরবেলা মুম্বইয়ের ওরলির ডক্টর ই মোজেস রোডে ফোর সিজনস রেসিডেন্সির নির্মাণ কাজ চলাকালীন মাথায় পাথরের চাঁই পড়ে মৃত্যু হলো ২ জন ব্যক্তির। এছাড়া রাস্তার ধারে রাখা দুটি কালি-পিলি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের খবর, দুই জন ব্যক্তি ওই নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় ৪৩ তলা উচ্চতায় ক্রেনের মাধ্যমে ভারী পাথর ও কংক্রিটের স্ল্যাব ওঠানো-নামানোর কাজ চলছিল। আচমকা সেই সময় তাদের মাথায় বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নীচে পড়ায় তারা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নায়ার হাসপাতালে পাঠানো হয়। আপাতত মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। কিন্তু বহুতলের নির্মাণ কাজ চালানোর সময় নীচে জাল বিছানো ছিল না কেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।