নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার বিখ্যাত পর্যটনকেন্দ্র মুকুটমনিপুর লাগোয়া রানীবাঁধ থানার অর্ন্তগত পরেশনাথ পাহাড়ের একটি গাছের ডাল থেকে যুগলের দেহ উদ্ধার হয়েছে। যুগলের ঝুলন্ত দেহ দেখে স্থানীয় ও পর্যটকরা রানীবাঁধ থানার পুলিশের কাছে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠান। পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পারেন, মৃত নাবালকের বাড়ি রানীবাঁধ থানা এলাকায় ও নাবালিকার বাড়ি ওন্দা থানা এলাকায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আর পরিবারের তরফে প্রেমে আপত্তি থাকায় নাবালিকার অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই যুগল আত্মঘাতী হয়। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছেন।