নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ অবশেষে পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে। তারা জমির পাট্টা পেতে চলেছে। জিটিএর চিফ এক্সিকিউটিভ অনির থাপা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে একথা জানান।
উল্লেখ্য, পাহাড়ের ৮০ শতাংশ মানুষের মানুষের জমির পাট্টা নেই, কোনো জমির কাগজপত্রও নেই। তাই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনিতা আপা বৈঠক করেন। দীর্ঘক্ষণ পাহাড়ের মানুষের জমির পাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড়ের মানুষের রাস্তা, স্বাস্থ্য, পড়াশোনা, পানীয় জল এইসব ঠিক হওয়াই সঠিক সমাধান। যারা রাজনৈতিক স্থায়ী সমাধান চাইছে তারাই বলতে পারবে সঠিক সমাধান কি।” তবে ইতিমধ্যে চা বাগানের সার্ভিস শুরু হয়ে গিয়েছে। সার্ভের শেষ হলেই পাট্টা দেওয়া হবে।