নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গত ১৫ ই ডিসেম্বর জলপাইগুড়ির জুভেনাইল কোরক হোমে এক জন বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি রাই চট্টোপাধ্যায় ও সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে।
সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কবর থেকে দেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে পারবে বলে জানানো হয়। আগামী ১৩ ই মার্চের মধ্যে সিবিআইকে আদালতে তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, লাবু ইসলাম নামে এক কিশোরকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তদন্তকারী আধিকারিককে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়। এরই মধ্যে লাবুর পরিবার সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদন জানালে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই আবেদন মঞ্জুর হওয়ায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।