অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতভর ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কলকাতার বালিগঞ্জের একটি বেসরকারী সংস্থার দপ্তরে কয়লা পাচারকাণ্ডে তল্লাশী অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। এই তদন্তকারীদের দলে প্রায় ১২ জন ছিলেন।
ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রে এই বেসরকারী সংস্থার নাম প্রকাশ্যে আসে। এই সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এই সংস্থাটির অধীনে একাধিক সংস্থা রয়েছে। অর্থাৎ খাবার থেকে শুরু করে রিয়েল এস্টেট সহ একাধিক ব্যবসা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথির ভিত্তিতে এই সংস্থাটিতে অভিযান চালালে দেখা যায় ভিতরে প্রচুর নগদ টাকার বান্ডিল রাখা ছিল। যা গোনার জন্য মেশিন নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যাবেলা অবধি নগদ টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আর ভোরবেলা পর্যন্ত তল্লাশী চালিয়ে আরো ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here