Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ গতকাল তামিলনাড়ুর তিরুভাল্লুরে বন্ধুর বাড়িতে গিয়ে নিজের দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করল এক যুবক। স্ত্রীও গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে।

জানা যায়, অসমের বাসিন্দা দ্বারকা ভর কাজের সূত্রে স্ত্রী-সন্তানদের নিয়ে এখানে থাকতেন। গতকাল বাড়ি ফিরে স্ত্রীকে না দেখতে পাওয়ায় স্থানীয়দের কাছ থেকে জানতে পারে স্ত্রী সন্তানদের নিয়ে বন্ধু গুডুলুর বাড়িতে গেছে। এরপর দ্বারকা গুডুলুর বাড়ি গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ থাকতে দেখে জানলা দিয়ে উঁকি মেরে দেখে, স্ত্রী মেঝেতে গলা কাটা অবস্থায় জ্ঞানহীন ভাবে পড়ে রয়েছে।

পাশেই দুই সন্তান মুখে সেলোটেপ আটকানো অবস্থায় পড়ে আছে। তারপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা দুই জন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। আর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই ঘটনার পর থেকে গুডুলু পলাতক থাকায় খোঁজ করা হচ্ছে। আর অনুমান করা হচ্ছে যে, ওই মহিলা গুডুলুর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু কোনো কারণবশত বচসার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্তকে খুঁজে পুরো বিষয়টি জানার জন্য পুলিশের বিশেষ চারটি দল গঠন করা হয়েছে।