নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ গতকাল ভরা বাজারের মধ্যে ছুরি হাতে সাধারণ মানুষের দিকে তেড়ে যাচ্ছে এক যুবক। যা দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে এ দিক-ও দিক পালাচ্ছিল। পুলিশের কাছে এই খবর পৌঁছালে পুলিশ বাজারে হাজির হতেই ওই যুবক পুলিশকে দেখে আরো উত্তেজিত হয়ে ওঠে।
কর্ণাটকের কালবুর্গির একটি বাজারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য বার বার সতর্ক করা হলেও পুলিশের উপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়। এরপর ওই যুবককে নিরাপত্তার খাতিরে নিরস্ত্র করতে পায়ে গুলি চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
ফলে ওই যুবক সাথে সাথে রাস্তায় পড়ে গেলে পুলিশকর্মীরা লাঠি নিয়ে মারধর করেন। আর হাতের ছুরিটিও কেড়ে নেওয়া হয়। তারপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা গিয়েছে যে ওই অভিযুক্তের নাম ফজল ভগবান।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code