নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়িতে হাসপাতাল যাওয়ার পথে এক গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি অ্যাম্বুলেন্স। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্সের রোগী সহ ৫ জন আরোহীর। প্রাথমিক ভাবে ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
জানা গেছে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ময়নাগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে অ্যাম্বুলেন্সটি জলপাইগুড়ি রোডের আমাইদিঘি এলাকায় ইটবোঝাই একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। তাতে ওই অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ জনের মধ্যে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
আর গুরুতর আহত অবস্থায় বাকি দুই জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ইতিমধ্যে মৃতদের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।