নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের জামবনি থানার গিধনি রেঞ্জের আমতোলিয়া বিটের বড়রাজগ্রামে এক বৃদ্ধা হাতি দেখে পালাতে গিয়ে অন্য হাতির মুখে পড়ে প্রাণ হারালেন। হাতির এ হেন হানায় সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি হাতি ৬০ বছর বয়সী নীলমণি মান্ডির বাড়িতে হানা দিয়েছিল। ওই সময় নীলমণি দেবী বাড়িতে একা ছিলেন। দু’টি হাতির মধ্যে একটি হাতি ঘরের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে।
তা দেখে বৃদ্ধা প্রাণ বাঁচাতে ঘরের বাইরে বেরোতেই বাইরে দাঁড়িয়ে থাকা হাতিটি শুঁড়ে জড়িয়ে আছাড় মারে। এরপর হাতিটি চলে গেলে নীলমণি দেবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নীলমণি দেবীর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই গ্রাম থেকে তিন কিলোমিটারের মধ্যে ঝাড়খণ্ড সীমানা হওয়ায় সম্প্রতি দলছুট দু’টি হাতি ওই সীমানা দিয়ে আমতোলিয়ার বিভিন্ন গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে। কিন্তু মাঠে ধান না পেয়ে গ্রামগুলিতে হামলা চালাচ্ছে।