নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ শনিবার সন্ধ্যেবেলা পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের সরাইটিকরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ঘটনায় আহত হয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্য সহ দু’পক্ষের প্রায় ৩ জন।
অভিযোগ, পঞ্চায়েতের সদস্য শেখ ফিরোজ ও স্থানীয় তৃণমূল নেতা আহমেদ আলি মণ্ডলের মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ফিরোজের দাবী, ‘‘তাকে এলাকায় অশান্তি তৈরী করার জন্য এলাকার কয়েকজন দুষ্কৃতী মারধর করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
আবার স্থানীয় তৃণমূল নেতা আহমেদের পাল্টা অভিযোগ, ‘‘ফিরোজ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেন না। আমরা এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করে থাকায় ঈর্ষার কারণে ফিরোজের নেতৃত্বে এলাকার তৃণমূল কর্মী শেখ ইনসানকে মারধর করা হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘‘বিষয়টি জানা নেই। তবে কে কোন দল করে সেটা বিষয় নয়। কেউ এলাকায় অশান্তির চেষ্টা করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র এই প্রসঙ্গে বলেন, ‘‘এটা নতুন নয়। তৃণমূলে টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে সমস্যা। এমন ঘটনার জেরে সাধারণ মানুষই সমস্যায় পড়ছেন।’’
এই সংঘর্ষের ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। আপাতত এই ঘটনায় আহতদের জেলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া ওই কাণ্ডে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছেন।