নিউজ ডেস্কঃ তেলেঙ্গানাঃ সংসারে অভাব মেটাতে ১৪ বছর বয়সী দুই যমজ কন্যাকে বিক্রি করার অভিযোগ উঠলো তেলঙ্গানার এক দম্পতির বিরুদ্ধে। এই নির্মম অসহনীয় ঘটনাটি তেলেঙ্গানার কামারেডি জেলার মাচারেডি এলাকার ঘটেছে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, যমজ দুই কন্যার জন্মের পর স্ত্রী মারা যাওয়ায় স্বামী অন্য এক জন মহিলাকে বিয়ে করেন। আর আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য স্বামী-স্ত্রী ওই দুই কন্যাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেই অনুযায়ী রাজস্থানের বাসিন্দা শরমন ও কৃষ্ণ কুমার নামে দুই যুবকের সাথে এক মেয়েকে ৮০ হাজার এবং অন্য জনকে ৫০ হাজার টাকায় বিক্রি করার চুক্তি করেন। এমনকি বিয়েতেও রাজি করিয়ে হায়দ্রাবাদ শহরের কাছে বিয়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দুই মেয়ে সংসার পাতার পর পর জানতে পারে, আগে থেকে স্বামীরা বিবাহিত ও সন্তানও রয়েছে। এদিকে বিয়ের পর থেকেই তাদের উপর বিয়ের পর থেকে চরম মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু হয়। আর ধীরে ধীরে বুঝতে পারে তাদের বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে এক জন অভিযুক্তদের খপ্পর থেকে বেরিয়ে এসে ১৬ ই জানুয়ারী উগরওয়াই গ্রামে পৌঁছে জেলা শিশু সুরক্ষা অফিসারকে (ডিসিপিও) সমগ্র বিষয়টি জানায়। এরপর ডিসিপিও পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আরেক জনকে উদ্ধার করে।
এই ঘটনায় ওই দুই জন যমজ মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত বাবা ও সৎমা সহ মোট সাত জনকে গ্রেফতার করে পকসো আইনের অধীনে মামলাও দায়ের করেছেন। পুলিশের তরফে অভিযুক্তদের ইতিমধ্যেই হেফাজতে পাঠিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।