নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সম্ভ্রম রক্ষা করতে বিহারের পূর্ণিয়া জেলায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়লো এক তরুণী। এরপর রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে ছিলেন। ওই তরুণী উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বৈশালী যাচ্ছিল।
ওই তরুণী অভিযোগ জানায় যে, “বাসে ওঠার পর থেকেই কয়েক জন যুবক তার উদ্দেশ্যে অশোভন কথাবার্তা বলছিল। এমনকি শরীরে হাত দেওয়ার চেষ্টাও করা হয়। ফলে অত্যন্ত অস্বস্তির মধ্যে পড়তে হয়। আর বাসে খুব বেশী যাত্রী না থাকায় নিরাপত্তার অভাবে নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকেই রাস্তায় ঝাঁপ দিলেও বাসটি রাস্তায় দাঁড়ায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা ওই তরুণীকে রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন পুলিশের কাছে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করান। পরে ওই তরুণীর বয়ানও নেওয়া হয়েছে। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
চিকিৎসকরা জানিয়েছে, “ওই তরুণীর মাথায় গুরুতর আঘাত রয়েছে। আর পাশাপাশি শরীরের বেশ কয়েকটি জায়গাতেও আঘাত রয়েছে।” ইতিমধ্যে ওই তরুণীর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। অন্য দিকে পুলিশ ওই বাসটির সন্ধান চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here