নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বুধবার রাতেরবেলা জলপাইগুড়ির বানারহাট ও চামুর্চির মাঝে ভারত-ভুটান সড়কে বিয়েবাড়ি যাওয়ার পথে দু’টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো ২ জন স্কুল পড়ুয়ার। আর গুরুতর আহত হয়েছেন ৮ জন যাত্রী।
জানা গেছে, কিছু বাসিন্দা একটি ছোটো গাড়ি করে বানারহাট চা বাগান থেকে নিউডুয়ার্স চা বাগানে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে গাড়িটি কাঁঠালগুড়ি চা বাগান সংলগ্ন আন্তর্জাতিক সড়কে একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারতেই ছোটো গাড়িটি সংঘর্ষের তীব্রতায় দুমড়েমুচড়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তাতে গাড়ির সামনের আসনে বসা ১৬ বছর বয়সী মোহিত মুন্ডা এবং অনিকেত মুন্ডার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বানারহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে ভর্তি করেন। পরে আহত আট জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।