চয়ন রায়ঃ কলকাতাঃ মঙ্গলবার গভীর রাতেরবেলা গরফা থানা এলাকার কালিকাপুরের পূর্বাচল বাজারে আগুনে পুড়ে গেল ৫০ টিরও বেশী দোকান। এলাকাবাসীরা বাজারে কালো ধোঁয়া বেরোতে দেখে দমকল বিভাগকে খবর দেন। আর নিজেরাও আগুন নেভানোর কাজেও হাত লাগান।
বাজারের অধিকাংশ দোকানে প্লাস্টিকের ছাউনি থাকায় দমকল পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আর তা বাজারে ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর নেই। দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি গরফা থানার বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে এসে পৌঁছান। দমকলকর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘন বসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের জেরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
কালিকাপুরের ওই বাজারে ৩০০ টিরও বেশী দোকান রয়েছে। তার মধ্যে কমপক্ষে ৫০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দোকানে রাখা মুরগি একেবারে ঝলসে গিয়েছে। এছাড়া দোকানে রাখা অন্য জিনিসপত্রও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের একাংশ রাতারাতি পথে বসেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কালিকাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক গোপাল রায় জানান, ‘‘পুরসভাকে জানানো হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা জমা দিতে বলেছে। সেই মতো তালিকা তৈরী করা হচ্ছে।’’
কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এখানে প্রচুর বিদ্যুৎ এর তার রয়েছে। সেখান থেকে কোনোভাবে আগুন লাগল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ফরেন্সিক পরীক্ষার পরেই অগ্নিকাণ্ডের কারণ নির্দিষ্ট করে বলা যাবে।