নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারে আবার বিষাক্ত মাদক খেয়ে মৃত্যু হয়েছে ২ জনের। আর অসুস্থ অন্তত ১২ জন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, বিহারের সিওয়ান এলাকায় এক জন ব্যক্তি পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর অন্য এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান।
মৃতেরা হলেন সিওয়ানের নবীগঞ্জের বালা গ্রামের বাসিন্দা নরেশ বিন ও জনক বিন ওরফে জনক প্রসাদ।
গ্রামের জেলা কাউন্সিলর রমেশ কুমার জানান, “ওই দু’জনের বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে। এখনো কমপক্ষে ১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে ক্যাম্পের আয়োজন করে বিষমদের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে।”
গত মাসেই পুলিশ রাজ্যের দানাপুর এলাকা থেকে বহু লুকনো বিষমদের বোতল উদ্ধার করেছিল। সেই মদ উদ্ধারের আগে বিক্রি হয়ে গিয়েছিল কি না, আর তা থেকেই ওই গ্রামে দু’জনের মৃত্যু হয়েছে নাকি তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি ছপরায় বিষমদের জন্য প্রায় ৭০ জন মারা গিয়েছিলেন। সেই ঘটনার অন্যতম মূল চক্রীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে মদ নিষিদ্ধ করে দিয়েছেন। যার পর থেকে প্রায়শই বিষমদ খেয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।