অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হুগলীর যুবনেতা কুন্তল ঘোষকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) দু’দফা জিজ্ঞাসাবাদ করে। আর এবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা ফ্ল্যাটে হানা দিয়েছেন।
আজ সকালবেলা থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের নিউটাউনের চিনার পার্ক এলাকায় দু’টি বিলাসবহুল আবাসনে তল্লাশি চালাচ্ছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। তাপসবাবু জানান যে, “কুন্তল ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন। যার নথিও রয়েছে। মোট ২৬০০ চাকরীপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন।
কুন্তলকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। বুধবার দুপুরবেলা ৩ টের পর বেশ কিছু নথি নিজাম প্যালেসে হাজিরা দেন। এরপর এক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘যদি টাকা নিতাম, সিবিআই কি এত সহজে ছেড়ে দিত?’’