নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদার পর আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ম মেনে বাড়ি তৈরী সহ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় দলের সদস্যেরা।
গ্রামবাসীদের দাবী, ‘‘শুধু তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ি নয়, এলাকার সমস্ত বাড়ি পরিদর্শন করতে হবে।’’ এই দাবীতে কেন্দ্রীয় দলকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। এই নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহাও কেন্দ্রকেই দুষছেন। শিউলি সাহা জানান, ‘‘কারও হয়তো বাইক রয়েছে। তিনি বাড়ি পাবেন না। অথচ বাইকটি হয়তো ঋণ নিয়ে কিনেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কেন্দ্রীয় সরকারের ১৬ দফার নির্দেশিকার জেরে তিনি বাড়ি পাবেন না। কেন্দ্রের দেখা উচিত। পুনর্বিবেচনা করা হোক। আবাস যোজনায় কারা বাড়ি পাবেন, সেই নির্দেশিকা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে। এই বিক্ষোভের কারণ বিশদে খতিয়ে দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস পাল্টা বলেন, ‘‘আমাদের দাবী ছিল উপযুক্তরা বাড়ি পাক। প্রকৃত প্রাপকদের দাবী ন্যায্য। আমরাও চাই যোগ্যরা পাক। তবে দরিদ্র মানুষদের নাম নেই। কেন্দ্রীয় দল সেই জন্য পরিদর্শনে এসেছে।’’ এককথায় বলতে গেলে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here