নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দুই নম্বর জাতীয় সড়কের উপরে বাঁশকোপা টোল প্লাজার কাছে পাচার হওয়ার সময় কোটি কোটি টাকার মাদক তৈরীর কাঁচামাল সহ স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেফতার ৪ জন। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা একটি ট্রাক তল্লাশি চালিয়ে তা থেকে প্রায় এক কুইন্টাল ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল বাজেয়াপ্ত করেন। আর চার জনকে গ্রেফতার হয়। এদের মধ্যে দুজন নদীয়ার পলাশীর বাসিন্দা। বাকি দু’জন ট্রাকের চালক ও খালাসি।
Sponsored Ads
Display Your Ads Here
পলাশির বাসিন্দা ওই দুই যুবক মাদক তৈরীর কাঁচামাল সংগ্রহের দায়িত্বে ছিলে। তারা বাঁশকোপা থেকে কাঁচামাল নিয়ে পলাশী রওনা দিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে ওই কাঁচামাল আনা হচ্ছিল। এছাড়া দু’টি রাসায়নিক বোঝাই ব্যারেল এবং চারটি রাসায়নিক বোঝাই বস্তা উদ্ধার হয়েছে। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here