নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল রাতেরবেলা লরি চাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর জেরে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুললেন। মৃতের নাম সজল মিস্ত্রি। বয়স ৪৬ বছর। বাড়ি কোতোয়ালি থানার শিমুলিয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সজলবাবু সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছিলেন। এদিকে বহরমপুরগামী একটি পাথর বোঝাই লরি যাওয়ার সময় নবদ্বীপ মোড়ে এক জন সিভিক ভলান্টিয়ার ওই লরির কাছ থেকে টাকা নিতে গেলে চালক গতি বাড়িয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজলবাবুকে চাপা দেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা মৃতদেহ আটকে পথ অবরোধ করেন। আর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে ঘিরে অভিযোগ তোলেন যে, “পুলিশ ওই মোড়ে নিয়মিত টাকা তোলে। সেই কারণেই দুর্ঘটনা ঘটছে। তাই ওই সিভিক ভলান্টিয়ারের শাস্তি ও মৃতের পরিবারের ক্ষতিপুরণের প্রয়োজন।”
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে এনেছেন। এর পাশাপাশি লরি ও তার চালককে আটক করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, “যদি এই ধরণের কোনো অভিযোগ উঠে থাকে তবে অবশ্যই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here