নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়া বাঁকুড়ার জয়রমাবাটির কাছে চেকপোস্ট লাগোয়া এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন অন্তত ১৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কামারপুকুরের দিক থেকে একটি যাত্রীবাহী বেসরকারী বাস কোতুলপুরের দিকে যাচ্ছিল। আচমকা বাসটি জয়রামবাটির কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে যাওয়া একটি লরিকে একটি বাঁকের মুখে সজোরে ধাক্কা মারে। এর জেরে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।
এরপর গাড়ির সংঘর্ষের বিকট আওয়াজে এলাকাবাসীরা ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরী করায় স্থানীয় ট্রাক এবং অন্যান্য গাড়িতে আহতদের কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর সাথে সাথে বেশ কিছুক্ষণ এলাকাবাসীরা ওই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, সকালবেলা রাস্তাঘাট ঘন কুয়াশায় আছন্ন থাকার কারণে দৃশ্যমানতা অনেক কমে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।