নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ বাড়ি বাড়ি আয়ার কাজ করেও এক জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন চলত। ব্যাংক অ্যাকাউন্টে ৪৯ লক্ষ টাকা রয়েছে। অনেক দিন ধরেই বিষয়টি নজরে রাখার পর দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা হুগলীর খানাকুলে হাজির হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যাংক অ্যাকাউন্টের মালিক খানাকুলের ঘাশুয়ার বাসিন্দা রীতা জানা। রীতা দেবীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে, সে বর্তমানে আয়ার কাজ করলেও আগে একটি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন। ব্যাংক অ্যাকাউন্টটি সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত হত। প্রতারণার অর্থ ওই অ্যাকাউন্টে জমা হত।
Sponsored Ads
Display Your Ads Here
পরে রীতা দেবীকে ৪১-এ (তদন্তে সহযোগিতা করার জন্য ডেকে পাঠানো) নোটিশও ধরানো হয়। কিন্তু রীতা দেবী দাবী করেছেন যে, ‘‘তিনি প্রতারিত হয়েছে। গত বছর দুর্গাপুজোর সময় নির্মাল্য ঘোষ নামে পরিচিত এক ব্যক্তি নিজের টাকা খরচ করে ওই অ্যাকাউন্টটি খুলে দেন। এরপর থেকে ওই অ্যাকাউন্টের বিনিময়ে মাসে চার হাজার টাকার পেতেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডলের কাছে এই বিষয়ে দ্বারস্থও হলে অভিষেকবাবু বলেন, ‘‘ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে, কোথা থেকে টাকা তোলা হয়েছে আর কে কে এই কারবারে জড়িত? দিল্লির ক্রাইম ব্রাঞ্চ সব তদন্ত করে দেখছে।’’
Sponsored Ads
Display Your Ads Here