মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় ‘দিদির সুরক্ষা কবচে’ অভিযোগ জানাতে এসে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই তৃণমূল কর্মীর হাতে চড় খেতে হয়েছে এক বাসিন্দাকে। আক্রান্ত যুবকের নাম সাগর বিশ্বাস।
অভিযোগ ওঠে যে, সাগর স্থানীয় একটি মন্দির কমিটির সদস্য। ওই সংক্রান্ত বিষয়ে রথীন ঘোষের কাছে কোনো কথা জানাতে এলে প্রথমে স্থানীয় তৃণমূল কর্মীরা হুমকি দেয়। পরে তাকে এক জন কর্মী কষিয়ে থাপ্পড়ও মারেন। এমনকি ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বের করেও করে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট সামনে রেখে ডাকা দলীয় সভায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীর ঘোষণা করেন। জানানো হয় যে, এই কর্মসূচীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ‘দিদির দূত’ থাকবেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো বাংলার দশ কোটি মানুষ ও দুই কোটি বাড়ির সমস্যা, অভাব-অভিযোগের কথা দলের শীর্ষ স্তরে, এমনকি নেত্রীর কাছে পৌঁছে দেওয়া। আর তাই এই কর্মযজ্ঞের নাম ‘দিদির সুরক্ষা কবচ’ দেওয়া হয়েছে। ফলে গত কয়েক দিনে জনপ্রতিনিধিরা মানুষের সঙ্গে কথা বলতে সারা বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বেশ কয়েকটি জায়গায় দূত রূপে যাওয়া শতাব্দী রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের বিক্ষোভের মুখেও পড়তে হয়। তবে অভিযোগ জানাতে গিয়ে দূতের সামনেই দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম ঘটলো।