নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ওষুধ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান জেলার দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলো দেবদাস দত্ত ওরফে দেবু নামে এক জন। বাড়ি শহরের ভাতছালা এলাকায়। জেলা প্রশাসন সূত্রে খবর, পুলিশী হেফাজতে থাকা সৌরেন্দ্র নারায়ণ রায়কে জিজ্ঞাসাবাদ করে ওষুধ পাচারে দেবদাসের জড়িত থাকার বিষয় জানা যায়।
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, সৌরেন্দ্রকে হেফাজতে নেওয়ার পর ড্রাগ কন্ট্রোল বিভাগ ও দুর্নীতি দমন শাখা যৌথ ভাবে তার পাঞ্জাবিপাড়ার আবাসনে হানা দিয়ে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন এবং সরকারী সরবরাহের ওষুধ উদ্ধার করে। আর দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া একটি ডায়েরীও উদ্ধার করা হয়েছে। যেখানে ওষুধ পাচার কোথায় কোথায় হয়েছে সেই তথ্য রয়েছে। এছাড়াও ওষুধের কারবারের হিসাবপত্রও রয়েছে। পাশাপাশি দেবদাসের সাথে টাকা লেনদেনের চুক্তিপত্রও পাওয়া গিয়েছে। আর দেবদাসও সরকারী ওষুধ পাচারে জড়িত থাকার কথা কবুল করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereঅতএব আবাসন থেকেই ওষুধের বেআইনী কারবার চালাত বলে অভিযোগ ওঠে। গতকাল দেবদাস ও সৌরেন্দ্রর দু’দিনের পুলিশী হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সৌরেন্দ্রকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। সৌরেন্দ্রকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৮ ই জানুয়ারী আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।