নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি, বিড়ি কারখানা, গুদাম ও চালকলে আয়কর দপ্তর হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে।
আয়কর দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১৫ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই নয় কোটি টাকা পাওয়া যায়। এছাড়া গোডাউনে হানা দিয়ে আরো দুই কোটি টাকা উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ এবং কলকাতা মিলিয়ে মোট ২৮ টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও জানানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জাকির হোসেন এই প্রসঙ্গে জানান, ‘‘ওঁরা আসতেই পারেন। কিন্তু আসার পদ্ধতিটা অন্য রকম হওয়া উচিত ছিল। কারণ আধাসেনা আনা হয়েছে। তবে আমি তো অপরাধী নই। আমি এক জন ব্যবসায়ী ও আমি পশ্চিমবঙ্গের এক জন বিধায়ক।
আমি চাই, সামাজিক ভাবে আসুন। কিন্তু আমাদের সময় দিলেন না। কারণ আমাদের সব সময় হিসাবরক্ষক থাকেন এমন নয়। এটা আমাদের হেনস্থা করা ছাড়া আর কিছু নয়। আশা করিনি যে এভাবে অভিযান হবে। গত ২৩ বছর ধরে আয়কর দিয়ে আসছি।’’