অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি দোকানে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় আহত হয়েছেন এক জন দোকানদার।
এই ঘটনার পর দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু হাওয়ার বেগ বেশী থাকায় তত ক্ষণে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও আগুন লেগে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল কর্মীদের সঙ্গে এলাকাবাসীরাও আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছিলেন। তবে আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে দমকল কর্মীরা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে দমকল কর্মীরা তা খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ঝুপড়ি বাজারের গোডাউনে আগুন লেগে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়েছে। শীতের সকালবেলা এই ধরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here