ব্যুরো নিউজঃ আমেরিকাঃ প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকা জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্ত বিমানকে নামিয়ে আনা হয়েছে। এর জেরে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
গত ১০ ই জানুয়ারি প্রথম প্রযুক্তিগত গোলমাল ধরা পড়ে। কিন্তু এ বার দ্য ফেডেরাল অ্যাভয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেমে বড়োসড়ো গোলযোগ ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য সমস্ত বিমান পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে।