নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার বেলুড়ের রেল কলোনী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক তরুণ ক্রিকেটারের দেহ। মৃত যুবকের নাম রোহিত যাদব। বয়স ১৮ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার সহ সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া গ্রাস করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯-২০ সালে রোহিত রাজ্য জুনিয়র ক্রিকেট টিমে সুযোগ পেয়েছিল। একটি চায়ের দোকান চালিয়ে কোনোরকমে সংসার চলে। সম্প্রতি পরিবারে আর্থিক অনটন চলছিল। এর মধ্যে তার মা চড়া সুদে অনেক টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময় মতো টাকা দিতে না পারায় পাওনাদারেরা অপমান করতেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ফলে পাওনাদারের ভয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি পাওনাদারেরা দোকান জোর করে দখল করে নেওয়ার চেষ্টাও করছিল। ওই সময় রোহিত প্রতিশ্রুতি দিয়েছিল, ক্রিকেটার হয়ে চাকরী করে সব ঋণ শোধ করে দেবে তবে পাওনাদারেরা কোনো কথা শোনেননি। তাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল।
বেলুড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রোহিত অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় নিয়ে কারোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। যদিও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।