নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল বর্ধমানের অরবিন্দপল্লী এলাকায় কাটা ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ১৪ বছর বয়সী রাজগুরু চট্টোপাধ্যায় নামে এক জন নবম শ্রেণীর ছাত্রের। রাজগুরু বর্ধমান টাউন স্কুলের ছাত্র ছিল। এই ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাজগুরু বিদ্যালয় থেকে ফেরার পর খাওয়াদাওয়া সেরে বাড়িতেই ছিল। তখন তাকে এক বন্ধু খেলতে যাওয়ার জন্য ডাকলে রাজগুরু তার সাথে বেরিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়। এরপর এক পরিচিত মারফত জানতে পারেন, সে কালনা গেট এলাকার বাঁকা ব্রিজের কাছে খেলতে গিয়েছিল।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ওই সময় একটি ঘুড়ি উড়ে আসতে দেখে সেই ঘুড়ির পিছু ধাওয়া করতে গিয়ে রেল লাইনের উপর উঠে পড়ে। আর সেই সময় দ্রুত গতিতে ছুটে যাওয়া একটি ট্রেন ধাক্কা মারতেই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাজগুরুর দু’টুকরো হওয়া দেহ দেখতে পান। পরে রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।