নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ফ্যাক্টরিতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিলেন। পাশাপাশি বিভিন্ন নথিপত্র সহ সামগ্রী পরীক্ষা করে দেখেন।
সূত্রের খবর অনুযায়ী, এদিন আয়কর দপ্তরের আধিকারিকরা সামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরির সাথে সাথে সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতে হানা দিয়েছেন। প্রথমে বিএসএফ জওয়ানদের দিয়ে ফ্যাক্টরির চারিদিক ঘিরে ফেলা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর দফায় দফায় বেশ কয়েকটি গাড়িতে আধিকারিকরা হানা দিয়ে কাগজপত্র সবকিছু ভালোভাবে খতিয়ে দেখেন।