নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল গভীর রাতেরবেলা বিহারের বক্সরে কয়েকটি কৃষকদের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো বিহার পুলিশের বিরুদ্ধে। পুলিশ বাড়ির দরজা ভেঙে পুরুষ-মহিলা নির্বিশেষে সবাইকে ঘুম থেকে তুলে নির্বাচারে লাঠি চালাল। আর নেটমাধ্যমে ওই মারধরের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ায় চরম অস্বস্তিতে বিহার সরকার।
সূত্র মারফত খবর, বিহারের একটি হাইড্রোইলেকট্রিক কোম্পানী বক্সরের চৌসা ব্লকে একটি বড়ো অংশের জমি অধিগ্রহণ করেছে। ফলে সম্প্রতি কৃষকরা জমি অধিগ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। গত দুই মাস থেকে কৃষকরা এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করছেন।
এর জেরে কৃষকদের উপরে হামলা করে আন্দোলন স্তিমিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশের দাবী, “প্রথমে তাদের উপরে আক্রমণ করা হয়।” তবে আন্দোলনরত কৃষকরা এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, “তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন।
কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিপেটার ভয় দেখিয়েছে। এই ঘটনায় অমিত কুমার নামে এক জন পুলিশ অফিসারের নেতৃত্বে বাড়িতে ঢুকে মারধর করা হয়।” যদিও মাঝরাতে কৃষকদের বাড়িতে হানা দেওয়া হয়েছিল কেন, তা নিয়ে পুলিশের তরফ থেকে কোনোরকম ব্যাখ্যা পাওয়া যায়নি।