নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামে রাস্তার পাশের ঝোপ থেকে ২০ বছর বয়সী সুমন ডেহেরি নামে এক জন যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এছাড়া মৃতদেহের পাশ থেকে মৃতের পোশাক ও একটি খালি তেলের বোতলও উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সুমন এগরা থানার ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনা গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকত। সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছিল। রবিবার সন্ধ্যাবেলা সে মেলা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সারা রাত পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও পাননি। আর পর দিনই সুমনের দেহ উদ্ধার হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পাশে পড়ে থাকা পোশাক দেখে দেহ শনাক্ত করা হয়। পরিবারের দাবী, সুমনকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে খুন করা হয়েছে কেন তা জানা যায়নি। আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। যদিও এখনো অবধি মৃতের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ আসেনি। অন্যদিকে মৃতদেহটিকে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে।