নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর গোঘাট এক নম্বর ব্লকের শেওড়া, কুমোরশা বালি অঞ্চলের বিঘার পর বিঘা আলু চাষের জমি কংসাবতী নদীর জলে ডুবে রয়েছে। ফলে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
রবিবার রাতেরবেলা থেকে গোঘাটে কংসাবতীর ক্যানেলের জল ঢুকতে শুরু করায় জমিতে হাঁটুজল দাঁড়িয়ে যায়। কৃষকরা ফসল বাঁচাতে আপাতত পাম্পের সাহায্যে জমি থেকে জল বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে এই ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভের বীজ দানা বেঁধেছে। কারণ জল ছাড়ার বিষয়ে প্রশাসন থেকে কোনো মাইকিং করা হয়নি।
অনেক জমির মালিক ও কৃষকরা অভিযোগ করেন যে, ‘‘আগে ধান চাষের সময় জলের প্রয়োজন ছিল। তখন জল কিনতে হয়েছে। আর এখন আলুর জমি ডুবে গেল। এছাড়া এবার আলু চাষে অনেক খরচ হয়েছে। অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এখন এই জলের জন্য প্রচুর ফসল নষ্ট হবে।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী জানান, ‘‘কংসাবতী এবং ডিভিসি থেকে কুড়ি হাজার কিউসেক জল ছাড়ার কথা ছিল। কংসাবতীর জল দ্বারকেশ্বর নদী দিয়ে ঢোকে। গত বছরের নভেম্বর মাসে জল ছাড়া নিয়ে বৈঠকে ঠিক হয়, জল ছাড়ার আগে সবাইকে জানাতে হবে। কিন্তু সেটা হল না কেন তা জানতে হবে।’’
জেলা কৃষি উপ-অধিকর্তা প্রিয়লাল মৃধা বলেন, ‘‘এই বছর এমনিতেই জলের সমস্যা আছে। বোরো চাষে জল পাওয়া নিয়ে সমস্যা ছিল। যদি আলুর জমি ডুবে গিয়ে থাকে তবে কৃষকরা স্থানীয় ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। ফসল নষ্ট হলে শস্য বিমার ব্যবস্থা আছে।’’